বাণিজ্য ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০১৮

পুঁজিবাজারে ব্যাপক দরপতন

ব্যাপক দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবারও দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর আগের কার্যদিবস রোববারও উভয় বাজারে দরপতন হয়েছিল। ডিএসইর তথ্যমতে, বাজারে ৯ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৭৯২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪০৬ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৮০ লাখ ৮৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকার।তিন সূচকে পথচলা ডিএসইর ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬০ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে ২ হাজার ২২৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯৯ পয়েন্ট কমে ১১ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ১১৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ৯২ লাখ ২০ হাজার ৪৩৯ টাকার। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ারের দাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist