চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০১৮

পচনশীল পণ্য খালাসে ধীরগতি : রাজস্ব আদায়ে ধস

সোনামসজিদ বন্দর

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় দেড় বছর থেকে ফল আমদানি বন্ধ থাকায় রাজস্ব আয়ে ধস নেমেছে। রাজস্ব বোর্ডের বেধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সোনামসজিদ কাস্টমস। কাস্টমস কর্তৃপক্ষের নানা হয়রানি ও পণ্য খালাসে ধীরগতির কারণে পচনশীল পণ্য ফল আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, এই বন্দরে ফল পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকদের হয়রানী ও বর্তমানে অনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের অদক্ষতার কারণে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে যাচ্ছেন।

সোনামসজিদ কাস্টমস সূত্র জানায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৩৬ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার টাকা। এর বিপরীতে আয় হয়েছে ১৭২ কোটি ৩৯ লাখ ৩২ হাজার টাকা। সে হিসাবে অর্থবছরের ছয় মাসে সোনামসজিদ কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৬৪ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আয় কম হয়েছে। সোনামসজিদে দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার সোলাইমান হোসেন স্বীকার করেছেন, ফল আমদানি না হওয়ায় রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। সূত্র জানায়, ফলসহ পচনশীল সব ধরনের পণ্যে রাজস্ব প্রদানে ব্যবসায়ীদের ১০ শতাংশ ছাড় দিতো কাস্টমস কর্তৃপক্ষ। ডেপুটি কমিশনার মোয়াজ্জেম হোসেন রাজস্ব বিভাগের কমিশনার হিসেবে যোগদানের পর ১০ শতাংশ ছাড় বন্ধ করে দেন। ছাড় না পেয়ে এ বন্দর দিয়ে ফল আমদানি করছেন না ব্যবসায়ীরা। সূত্র জানায়, ভোমরা ও হিলি বন্দর দিয়ে আমদানিকৃত ফলজাতীয় পণ্যে ১০ শতাংশ ছাড় পাচ্ছেন ব্যবসায়ীরা। সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য যথাসময়ে পরীক্ষা-নিরীক্ষা ও ছাড়করণে বিলম্ব করে থাকে। এ ছাড়াও আমদানিকৃত পণ্য ছাড়ে কাস্টমসের কড়াকড়ি, নিয়মিত পণ্য ছাড়ে বিলম্বের কারণে এ বন্দর দিয়ে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন আমদানিকারকরা। সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশের সভাপতি হারুনুর রশিদ জানান, শুরু থেকে এ বন্দাটি ছিল ফল ও পাথর আমদানির জন্য জনপ্রিয়। ১৯৯২ সাল থেকে প্রায় দুই যুগ এ বন্দর দিয়ে প্রতিদিন ৮০ থেকে ৯০ ট্রাক ফল আমদানি হতো। কাস্টমস কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে ফের ফল আমদানি করবেন। রাজস্ব আদায়ে শুধু লক্ষ্যমাত্রা পূরণ নয়, আগের মতোই অতিরিক্ত রাজস্ব আদায় হবে সোনামসজিদ কাস্টমসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist