নিজস্ব প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৮

প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

চলতি ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। গতকাল বুধবার প্রকাশিত সংস্থাটির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট শীর্ষক এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। শুধু ২০১৭-১৮ অর্থবছরেরই নয়, আগামী তিনটি অর্থবছরের প্রবৃদ্ধির গড় হার ওই ৬ দশমিক ৭ শতাংশই থাকবে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

তবে গত সেপ্টেম্বর মাসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক এক প্রতিবেদনে চলতি ২০১৭-১৮ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি সর্বোচ্চ ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। তখন সংস্থাটি বলেছিল ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারলে তা ভালো প্রবৃদ্ধি হবে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক এই দাতা সংস্থা। এই হিসাবে বিশ্বব্যাংক ২০১৭-১৮ অর্থবছরের জন্য যে পূর্বাভাস দিয়েছে তা সেপ্টেম্বরের পূর্বাভাসের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist