পাঠান সোহাগ

  ১১ জানুয়ারি, ২০১৮

এখনো জমেনি বাণিজ্যমেলা

এখনো বাণিজ্য মেলার প্রাঙ্গণ দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেনি। প্রথম দশ দিনে ক্রেতা না থাকায় প্রায় অলস সময় পার করছেন বিক্রেতারা। হঠাৎ তীব্র শীতের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন ক্রেতা-বিক্রেতারা। এর মধ্যে যারা এসেছেন তাদের অধিকাংশই স্টল ঘুরে ঘুরে দেখছেন কিন্তু কিনছেন না। গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম ১০ দিন এভাবেই অতিবাহিত হয়েছে। দোকানিরা জানান, বিকেলে কিছু দর্শনার্থী থাকলেও সকালের দিকটায় মেলা প্রাঙ্গণ প্রায় ফাঁকাই থাকছে। তবে শেষ দুই সপ্তাহ মেলা জমে ওঠবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

গকতাল বুধবার মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, ক্রেতা-দর্শনার্থীরা স্টলে ঢুকে বিভিন্ন পণ্য যাচাইবাছাই করছেন। ঘোরাফেরা ফাঁকে তারা ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন। সকালে দর্শনার্থীদের সংখ্যা খুবই কম থাকে। দুপুরের পর মেলায় ভিড় থাকলেও বিক্রি নেই বলে জানান দোকানিরা।

মেলা প্রাঙ্গণে কথা হয় আদাবর এলাকার রেকসানার সঙ্গে। তিনি বলেন, ‘আজ ফ্রি সময় ছিল। তাই মেলায় এসেছি। কেনার উদ্দেশে নয়, দেখার জন্য মেলা কেমন জমেছে। সন্ধ্যা পর্যন্ত থাকব। বিভিন্ন স্টল ঘুরে পণ্যগুলো দেখাছি। প্লাস্টিকের গৃহস্থলি পণ্য আছে এমন দোকানগুতে গিয়েছি। তারপর কসমেটিকের দোকানে যাব। মেলায় প্রতিবারই তিন, চার বার আসা হয়।’

মিরপুরের রুবেল মিয়া বলেন, ‘প্রথম দিকে মেলার তেমন ভিড় থাকে না। তাই এসেছি। কিছু কিছু দোকানে ঢুকেছি। কাপড়ের দোকান গুলোতে যাব। কিছু কাপড়-চোপড় কিনব।’

মেলায় টিকেট কাউন্টারগুলো ফাকা পড়ে আছে। দর্শনার্থী না থাকায় সবাই বাহিরে আছেন। যারা আছেন তারাও অলস সময় পার করছেন। টিকেট কাউন্টারে শিমুল নামের একজন বলেন, ‘লোক জন নাই, তাই কাউন্টারগুলো ফাঁকা। গত বছর এই সময় অনেক ব্যস্ত সময় পার করছি। আর এখন অলস সময় পার করেতে হচ্ছে।’

মেলার ইজারাদার মীর শহিদুল আলম জানান, ‘শুক্র ও শনিবার ছুটির দিনে মেলায় লোকসমাগম ছিল। তবে বেচা কেনা তেমন হয়নি। গত দু’দিন তীব্র শীত থাকায় দর্শনার্থী কম এসেছে। তবে আশা করছি, অল্পদিনের মধ্যেই বাণিজ্য মেলার প্রাণ ফিরে আসবে।’

বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের নিজ নিজ প্যাভলিয়নে, স্টলে নিতে অনেকই নানা রকম আকর্ষনীয় অফার দিয়েছেন। এ ছাড়া মেলায় পণ্য কিনলেই আকর্ষণীয় মূল্য ছাড়ের সাথে রয়েছে বিভিন্ন ফ্রি অফার। মেলার প্রিমিয়ার স্টল ২৩ নম্বরে পাওয়া যাচ্ছে ভিগো ব্র্যান্ডের সব পণ্য। এ স্টলে রয়েছে ভিগো টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এয়ারকুলার, আয়রন, ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ওয়াশিং মেশিন, রুটি মেকার, স্ট্যাবিলাইজার ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন পণ্য। এ প্রিমিয়ার স্টলের বিক্রয় কর্মী বলেন, ‘তাদের বিভিন্ন মডেলের পণ্যের সঙ্গে আছে অফার। যে কেউ পণ্য কিনলেই পাবে আকর্ষনীয় অফার। আমাদের স্টলে দর্শনার্থী আসছেন, তারা পণ্য দেখছেন, বেচাবিক্রি হচ্ছে অল্প। মেলা এখনো জমে উঠেনি। বেচাকেনাও জমেনি।’

ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে লিনেক্স তৈরি করেছে আকর্ষণীয় প্যাভিলিয়ন। প্রতিষ্ঠানটির সিএমও আফতাব মাহমুদ খুরশিদ জানান, এবারের মেলায় বিভিন্ন পণ্যের উপর ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। আমাদের এখানে আকর্ষণীয় ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের স্মার্ট ফোন, ফিচার ফোন, এনার্জি সেভিং রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি, ইকো ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনার, অটোমেটিক ওয়াশিং মেশিনসহ লিনেক্স ব্র্যান্ডের সবধরনের ইলেকট্রনিকস পণ্য।’

বাণিজ্য মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, শুক্রবারে মেলা জমজমাট ছিল। এখন দর্শনার্থী ক্রেতা কিছুটা কম। তবে বাড়বে। আমরা পুরোপুরি প্রস্তুত। আমার বিশ্বাস আজ কালের মধ্যে মেলায় দর্শকের উপস্থিতিও উল্লেখযোগ্য হারে বাড়বে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist