প্রযুক্তি ডেস্ক

  ০৪ জুলাই, ২০১৭

ফ্রি ওয়াইফাই খুঁজে দেবে ফেসবুক

খুব কাছেই কোথায় ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে, তা খুঁজে দেওয়ার সুবিধা চালু করছে ফেসবুক। আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফাইন্ড ওয়াই-ফাই নামে এ সুবিধা চালু করছে ফেসবুক। ফেসবুক বলছে, গত বছর কয়েকটি দেশে আমরা ফাইন্ড ওয়াই-ফাই ফিচার চালু করে দেখেছি কেবল ভ্রমণে থাকা মানুষদের জন্য এটা কার্যকর নয়, বরং যেসব এলাকায় সেলুলার ডেটা দুর্লভ সেখানেও এটা বেশ কার্যকর। ফিচারটি ব্যবহার করতে মোবাইল ডেটা অন করতে হবে। এরপর কাছে থাকা ওয়াইফাই হটস্পটগুলো দেখতে ফেসবুক অ্যাপের ‘মোর’ ট্যাবে ট্যাপ করে নিচে নেমে ‘ফাইন্ড ওয়াইফাই’ অপশনে যেতে হবে। ফিচারটি ব্যবহার করতে অবশ্যই ‘লোকেশন হিস্ট্রি’ চালু থাকতে হবে। তবে এ ধরনের ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকতে হবে। কারণ ওই একই পাবলিক নেটওয়ার্কে কোনো হ্যাকারও ওঁৎপেতে থাকতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist