প্রযুক্তি ডেস্ক

  ০৪ জুলাই, ২০১৭

উবারের স্পিডবোট সেবা

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ট্যাক্সি পরিসেবা দিয়ে জনপ্রিয়তা অর্জনকারী যুক্তরাষ্ট্রের অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার। এবার তারা স্পিডবোটও ভাড়া নেওয়ার সুযোগ চালু করেছে। গত শুক্রবার ক্রোয়েশিয়াতে ‘উবারবোট’ নামে এই সেবা চালু করে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের

জানা গেছে, প্রাথমিকভাবে পুরো গ্রীষ্মকালই ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সৈকতে বেড়াতে আসা পর্যটকদের এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেবে উবার বোট। ফলে সৈকতে আসা ভ্রমণ পিপাসুরা এক শহর থেকে অন্য শহরে উবার বোটের সাহায্যে যাতায়াতের সুযোগ পাবেন। খবরে বলা হয়েছে, একসঙ্গে ১২ জন আরোহী বহনে সক্ষম উবারের স্পিডবোটগুলো ক্রোয়েশিয়ার মূল ভূখন্ডের ভেতর এবং এক দ্বীপ থেকে আরেক দ্বীপে চলাচল করবে। এ জন্য খরচ পড়বে জনপ্রতি ৪শ’ ডলার। শিগগিরই অন্যান্য দেশেও নতুন এ সেবা চালুর পরিকল্পনা নিয়েছে উবার। ইতোমধ্যে এই বোট সার্ভিস নিয়ে ইস্তাম্বুল ও মিয়ামিতে চলছে পরীক্ষা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist