প্রযুক্তি ডেস্ক

  ২৩ মে, ২০১৭

মাইক্রোসফটের এআর গ্লাস

নতুন অগমেন্টেড রিয়ালিটি (এআর) ‘গ্লাস’-এর প্রটোটাইপ উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এর আগে ‘গুগল গ্লাস’ নামে একই ধরনের ডিভাইস দিয়ে সাফল্য পায়নি গুগল। এবার এ প্রযুক্তিকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ শুরু করেছে মাইক্রোসফট।

মোটা ফ্রেমের তৈরি মাইক্রোসফটের প্রটোটাইপ গ্লাসটি এমন ইঙ্গিতই দিচ্ছে যে, দামি ও বড় আকারের হলোলেন্স থেকে বেরিয়ে আসতে চাচ্ছে তারা। দুই বছর আগে হলোলেন্স উন্মোচন করে মাইক্রোসফট। এখন পর্যন্ত ডিভাইসটি দিয়ে তেমন সাফল্য পায়নি প্রতিষ্ঠানটি। এবার নতুন এই চশমা দিয়ে প্রত্যাশিত সাফল্য পাওয়ার আশা করছে তারা। গ্লাসটিতে হলোগ্রাফিক পর্দার প্রটোটাইপ রয়েছে। এই প্রযুক্তিকে বলা হয় ডিজিটাল হলোগ্রাফি। চলতি বছরের আগস্টে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য সিগগ্রাফ সম্মেলনে এই প্রকল্প নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবেন গবেষকরা। এর আগে স্ন্যাপচ্যাটের জন্য ক্যামেরা সানগ্লাস উন্মোচন করেছে স্ন্যাপ। ইতোমধ্যে এতে এআর ফিচারও যোগ করেছে প্রতিষ্ঠানটি। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না স্ন্যাপ আসলে এআর গ্লাস নিয়ে কাজ করছে কি না। আরেক মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও এআর প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে গুঞ্জন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist