তারুণ্য ডেস্ক

  ০৫ জুলাই, ২০১৭

রানি এলিজাবেথের কাছ থেকে পুরস্কার নিলেন বাংলাদেশি দুই তরুণ

বাণিজ্যিক ও ঘরোয়া পরিবেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় তারুণ্যের শক্তি ব্যবহারের স্বীকৃতি হিসেবে চলতি বছরের কুইন্স ইয়ং লিডার পুরস্কার পেয়েছেন বাংলাদেশি সাজিদ ইকবাল ও রাহাত হোসেন। সম্প্রতি বাকিংহাম প্যালেসে দুই বাংলাদেশিসহ কমনওয়েলথভুক্ত ৩৬টি দেশের অর্ধশতাধিক বিজয়ীর হাতে রানি এলিজাবেথ এই পুরস্কার তুলে দেন। পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা তাদের নেতৃত্ব বিকাশে যুক্তরাজ্য সরকারের বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কমনওয়েলথের দেশগুলোর তরুণদের জন্য তিন বছর আগে রানির নামে এ পুরস্কার চালু করে যুক্তরাজ্য সরকার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রিন্স হ্যারি, স্যার মো. ফারাহ, লিয়াম পেইনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে লন্ডনের অস্ট্রেলিয়া হাউসে পুরস্কার বিজয়ী ও অতিথিরা মিলে ২০১৮ সালের কুইনস ইয়ং লিডার কর্মসূচির কার্যক্রম শুরু করেন।

রানির কাছ থেকে পুরস্কার গ্রহণের আগে বিজয়ীরা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের যুক্তরাজ্য অফিস পরিদর্শন এবং সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের শীর্ষ নির্বাহীদের সঙ্গে দেখা করেন। কুইন্স ইয়ং লিডার নামের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist