তারুণ্য ডেস্ক

  ১০ মে, ২০১৭

দুর্গতদের সেবায় ২০ তরুণ স্বেচ্ছাসেবী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্গত হাওরবাসীদের মধ্যে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সেল হেল্প হাব (ইউএইচএইচ)। ‘হেলদি ন্যাশন’ শিরোনামের ধারাবাহিক ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলার বরডল উত্তর ইউনিয়নের কাউকান্দি বাজারে ২৯ এপ্রিল ইউএইচএইচ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে। দিনব্যাপী এ ক্যাম্পে সাতজন বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে রোগীদের প্রেসক্রিপশন প্রদান করেন। ইউএইচএইচ রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি চাল, ডাল, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

দিনব্যাপী এ ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ তরুণ স্বেচ্ছাসেবক অংশ নেন। ক্যাম্পে উপস্থিত বরডল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম তার এলাকার দুর্গত হাওরবাসীদের পাশে মানবিক সেবা নিয়ে দাঁড়ানোর জন্য ইউএইচএইচ পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্পে উপস্থিত বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডাক্তার মনিরুল ইসলাম বলেন, হাওরের মানুষ সর্বস্ব হারানোর পাশাপাশি এখন বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। দুর্গত হাওরবাসীদের পক্ষে এখন টাকা খরচ করে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। এ পরিস্থিতিতে ডাক্তাররা যদি এক দিন করেও স্বেচ্ছাসেবা দেন, তাহলে সর্বস্ব হারানো এই মানুষগুলোর অনেক উপকার হবে। ইউএইচএইচের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিকদার এ আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউএইচএইচের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ইউএইচএইচ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী পাঁচ বছরে পঞ্চাশ হাজার প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী হেলদি ন্যাশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউএইচএইচ জরুরিভিত্তিতে দুর্গত হাওরবাসীদের জন্য এ ক্যাম্প আয়োজন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist