আমিনুল ইসলাম সেলিম

  ১০ নভেম্বর, ২০১৭

হেমন্তের স্মৃতি

না শীত, না উষ্ণ দেশে হেমন্তের সূচিবদ্ধ আগমনে

ভিন্ন এক মনকাঁপা আবেগের ঝরনাধারা নেমে আসে

আবেগের সুতো ধরে নিকট অতীতকাল পড়ে আসে

মনে পড়ে-

সে এলে প্রকৃতির পোশাকই পাল্টে যায়

অপার স্নিগ্ধতা-মধু ঝরে পড়ে বৃক্ষবনে

প্রাত্যাহিক ভোরবেলায়, সন্তরণশীল বাতাসের পিঠে

প্রতিবেশী পাখিদের গান খুব মিষ্টি হয়ে ওঠে

মনে হয় তারা কোনো ভিনগ্রহের অচেনা বাউল

সে এলে-

অতীতের কোনো এক দুপুরের কথা মনে পড়ে

কৈশোরের সেই সুবোধ দুপুর-

যার প্রশ্রয়েই গাছেদের হলুদ ছায়ার ভেতরে

আমি একজন প্রেমিকাকে জড়িয়ে ধরেছিলাম

প্রেমিকাটি কেঁপে উঠেছিল ভূমিকম্পিত তৃণের মতো

তার মায়াবী গ্রীবায় খেলা করছিল লাজুক হাওয়া

এরপর আমাদের পালিয়ে যেতে হয়েছিল

অন্য এক তপ্ত দুপুরের ট্রেনে চড়ে, বহুদূর গ্রামে

আমি একা, সে একা-দুইয়ে মিলে অপার শূন্যতায়

আমাদের দেখা নেই তারপর

কেননা, এমন হেমন্ত আর কখনো আসেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist