কাজী মোহিনী ইসলাম

  ১০ নভেম্বর, ২০১৭

স্বপ্নতৃষ্ণা

বহুদিন আগে ভোরের শিউলি ঝরা ঘাসের বনে

কুয়াশা ভেজা হলুদ পাতায় দেখেছি তাকে

আশ্চর্য সুন্দর সে আদুরে রং কুমারী সকাল

মেঠো ঘাসের স্নিগ্ধতা মেখে নগ্ন পায়ে

এলো সে মুক্তাবোনা শিশিরের পথে

আজও বাতাসে তার ভোরের ভৈরবী শুনি কান পেতে

দেয়ালের ক্যালেন্ডারে হিমেল হেমন্ত এলে

বিবর্ণ বৃক্ষের আহত পঙ্ক্তিগুলো

নাগরিক ধুলোর দূষণে ঢাকা সবুজ পাতা

আমাকে প্রশ্ন করে-

নবান্নের বিমুগ্ধ উৎসব, দেখেছ ফসলভর্তি বর্ণিল মাঠ?

বিষণœ বিকেল সাদাকালো আফিম ছায়াপথে যেতে যেতে

পড়ন্ত স্মৃতির টানে চোখের পাতালে ডুবে খুঁজি

প্রিয় সেই লীলাবতী রোদমাখা সোনালি ধানের দিন;

আহা ধান! প্রেয়সীর চুলের মাতাল গন্ধের মতো

এখনো কি কৃষকের বুকের ভূগোলে তোলে প্রমত্ত আলোড়ন

সোনামুখি প্রিয় কনকচাঁপার ঘ্রাণ?

ওগো হেমন্ত! সৌরভহীন সবুজ হারানো শুষ্ক পোড়া

দেয়াল ক্যালেন্ডারের জমিন ছেড়ে বুকের নদীতে এসো

সিক্ত শিশির ঢেলে মাটি ও পানির স্নেহের বন্ধনে

স্নায়ুর জঠরে জাগাও স্বপ্নতৃষ্ণার বীজ!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist