ফকির ইলিয়াস

  ১০ নভেম্বর, ২০১৭

হেমন্তের পদাবলি

হৈমন্তি পাখির ভাষায়

এখনো হেমন্ত আসে, ধান-ঘন বিলের ওপারে

যেখানে দাঁড়িয়ে তুমি, ডাক দাও পাখির ভাষায়

আমিও ফেরারি সেজে প্রতিদিন থাকি সে আশায়

আবার বইবে হাওয়া-জলে আর মেঘের শিখরে।

অতিক্রম করে যেতে কার না ভালো লাগে বল-

দূরাকাশ, দূরধ্বনি অথবা সেই সোনালি সোহাগ

জড়িয়ে তোমার গৃহে থাকে যে কার্তিকী পরাগ

তাকেও ছুঁয়েছে দেখ ভালোবাসা; ঘ্রাণমাখা ধূলো।

এভাবেই চোখে-মুখে শব্দ আর শস্য গন্ধ মেখে

বলেছি তোমাকেও, দেখা হোক আগামী হেমন্তে

মাঠে কিংবা পাঠে হোক, নয়তোবা উত্তরপ্রান্তে

দক্ষিণের সুবাতাস, লেখা হোক-ছবি এঁকে এঁকে।

এখনো হেমন্ত আসে, কিষাণির বেতের কুলোয়

কেবলই তাকিয়ে দেখি, ঋতুদের মৌসুমিবলয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist