জোবায়ের মিলন

  ১৫ সেপ্টেম্বর, ২০১৭

অং সান সু চি : এক দিন যাকে আরাধ্য ভেবেছিলাম

(প্রথথেশ শীলকে উৎস্বর্গীকৃত)

গভীর শ্রদ্ধা ছিল কৈশোরে, যৌবনে;

যুদ্ধের মনোবলও পেয়েছি তোমাকে দেখে, শুনে।

অবরুদ্ধ ছিলে যখন-তখন অনেকবার নিজেই হয়েছি যোদ্ধা-

নিজের ভিতরে-তোমার জন্য।

কত কত রাত বদ্ধ দ্বারে কিল ঘুষি লাথি বসিয়েছি,

জান্তাদের মুখোমুখি হয়েছি, বিপ্লবের শব্দ ছুড়েছি

সত্যনিষ্ঠ ছড়ি কেড়ে নিতে; অথচ

তোমার ভিতরে লোভ, ক্রোধ, দম্ভ, কৃষ্ণ; মসনদ

তাড়নায় তুমি যে বিবাগী, বোষ্টমি পোশাকে আবৃত্ত

তা কে জানতো!

উন্মুক্ত পৃথিবী শব-সাজে পাশে থেকে তোমার প্রেমে

মশগুল হলে, আলোর চুম্বন ফুটলে তোমার কপালে

তুমি দেখালে উল্টো ছবি! এ কেমন ছবি?

দরজার সম্মুখে, জানালার সম্মুখে, শয্যার সম্মুখে

রক্তের হোলি খেলা হয়, শীতার্ত পাতার মতো জীবন

ঝরে পড়ে বৈরী বাতাসের আগেই, নাফ পার হয় অজস্র

প্রাণ; ধোঁয়ার কুন্ডলি ভাসে তোমার স্কার্ফ ভাঁজে! আর

তুমি যেন কিশোর বালিকা-জলপাই খাও নিপুণ সখে।

কোথায় মানব চক্ষু? কোথায় অন্তরমম?

কোথায় মুক্তির শাশ্বত বলাকা?

তুমিও দেখি এক নিখাদ কৌশলী-রাজাদের লোভাতুর

হৃদয়ের মতো!

তবে কি সব মিথ্যে? তবে কি সব মিথ্যে?

তোমার ‘রাজনীতি’ই শেষ কথা?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist