আমিনুল ইসলাম সেলিম

  ১৪ আগস্ট, ২০২০

পিতা, তোমার মুখচ্ছবি

তোমার মুখচ্ছবিতে আজকাল ব্যাপক ধুলোবালি পড়ে

মাঝেমাঝে পুণ্যতম স্মৃতিগদ্য আন্দোলিত করে যায় বেকুব বাতাস

অস্তিত্বের গুঢ় অন্ধকারেও মনগহিনে উঁকি দেয় শুদ্ধতম প্রেম

মুখচ্ছবিতে ছড়িয়ে থাকা ধুলোবালি সরাতে সরাতে দেখি

সেখানে নির্দ্বিধায় জন্ম নিয়েছে একটি জাতিগত মানচিত্র

প্রসন্ন চিত্ত মেলে তাকালেই দেখা যায়

পাদদেশে অবিরাম জ্বলছে উচ্ছল ঝরনাধারা

ওই স্বচ্ছ জলের আয়নায়

তোমার অস্তিত্ব ছাড়া আমি আর কিছুই দেখি না

পিতা

তোমার মুখচ্ছবিই মানচিত্রের ভোর

সরল ভিত্তি ভূমি বাঙালির অমল সত্তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close