বিবিকা দেব

  ৩১ জুলাই, ২০২০

মা বৃক্ষের মৃত্যুতে

একটু আগে মৃত্যু হলো এক প্রাণীর। সে মানুষ নয় অথবা কোনো জঙ্গলের বন্যপ্রাণী নয়। গৃহপালিত পশুপাখিও নয়। মৃত্যু ঘটেছে এক ফলবতী মা বৃক্ষের। মৃত্যু সন্নিকটে জেনেও হেসেছে পবনপুত্রের সাথে। চকচকে সূর্যটার সাথে। ঈশান কোণে হেসে খেলে পার করেছে প্রিয় শৈশব। যৌবন যখন শিরা-উপশিরায় প্রবাহিত। তখন জলখেলির মতো স্বচ্ছ প্রাণবন্ত জীবন। অন্য আরেকটি বৃক্ষের অনুভব ক্ষণে ক্ষণে। এভাবেই প্রতিনিয়ত মৃত্যু ঘটে কোনো না কোনো আত্মীয়ের। মৃত্যু ঘটে উর্বর মাটিরও। মৃত্যুতে মর্মাহত যুগল দোয়েল। শঙ্কিত চোখে ঘনঘন উড়াউড়ি নীড়ের শঙ্কায়। প্রতিবেশী ফলবতী বৃক্ষও প্রাণ সংশয়ের আতঙ্কে।

রঙিন চোখের মানুষ! কবে বোধ-বুদ্ধি, বিবেকের অনুশোচনা জন্মাবে? মা মানে মাটি। মা মানে ফলবতী বৃক্ষ। বৃক্ষ মানে ছায়াশীতল বাসযোগ্য পৃথিবী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close