এনাম রাজু

  ১৭ জুলাই, ২০২০

দলছুট বালক

সূর্যের অপেক্ষায় বসে থাকা নাবিকরা বৃষ্টিতে ভেজে

সূর্যালো সম্মুখে এলেই রাতের জোনাকি খোঁজে

ভাগ্যের হালখাতায় ওদের সুখ অধরা

দুঃখরা প্রতিনিয়ত রক্তের মতো ছোটে

আলোর আশাহীন দলছুট উঠতি বালক

আকাশে মেঘের ঢল ধুয়ে-মুছে করে পাকসাফ

ভোরের রূপবতী যৌবন ছড়ালে উত্তাপ

তারই বুকে মাথা গোঁজে চাঁদ-সূর্য আর শিশিরের রাত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close