শিপ্রা পাল

  ১৭ জুলাই, ২০২০

ফিরে এসো আবার

এই তো আছো তেমনিভাবে

বহুদূরে তবু দূরে নও, সমস্ত অসীমতাকে জড়িয়ে

কোণ থেকে কোণে, অলিগলি জনপদ ছাড়িয়ে নির্জনতায়!

সব কাজ শেষ হলে, একবারটি এসো শ্রাবণে

যত ভিড় ঠেলে অকারণে খুঁজি পুঞ্জাক্ষি নয়নে

উদ্বেগ এবং অনিশ্চিত গন্তব্যের যাত্রা বিরতিহীন!

মুখের ভাষা এখানে নীরব

ফিরে এসো আবার, আবাদি জমিন চাষ এখনো বাকি!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close