সুফিয়ান আহমদ চৌধুরী

  ১৭ জুলাই, ২০২০

রোদেলা দুপুর

একটা রোদেলা দুপুরবেলা চাই

চাই সবুজে সবুজে ঘেরা দুপুর

চাই প্রাণমুখর পরিবেশে দুপুর

নীরবতা, নির্জনতা নয় কামনা

আলো ঝলমল দুপুরবেলা যে

জীবন দেবে রাঙিয়ে রাঙিয়ে মধুর

রোদেলা দুপুরবেলা জীবন আঙিনায়

আসুক ফিরে আবার এই প্রিয় শহরে

কবিতা লেখার উদ্দাম সময় ওই তো

চায়ের কাপে উড়ছে হাওয়া কী যে

সূর্যের ছোঁয়ায় অবসর হবে কর্মঠ

জীবনে বাজবে ছন্দ নূপুর মিষ্টি

কবিতায় উঠবে দুরন্তবেলার কাহিনি

ভালোবাসার আঁচড়ে ফুটবে সজীবতা

নীল আকাশের নীলের উজ্জ্বলতা

ভাসবে চোখে সুদিন আর রঙিন ছবি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close