সবুজ আহমেদ

  ১০ জুলাই, ২০২০

অভিলাষী ইচ্ছে

পিঠে মেরে শ্রমের চাবুক জীবনচিহ্নের আকাশ রাঙাতে চাই

দাগ পড়া দম্ভ, রাগ না দমালে জানান দিচ্ছে অনিশ্চিত যাত্রা

জড়িয়ে আছে কালো মেঘ বর্ষণের ঘোড়া দৌড়ের রাজত্বের ভার?

প্রতিজ্ঞা পুঁতে চুকা কামরাঙার চাষ করে ফসলহানিতে যাব না আর!

অনাবাদি জমিনের ভেতর মামুলি ব্যথার বিপুল সমাহার জড়ো করে...

ব্যথার প্রলেপে আলাপ দেবো অশান্ত আকাশে নামবে স্বস্তির বৃষ্টি

অবিশ্বাস্য খুনহাসিতে বিভোর করে থরে থরে সাজাবো বিপুল গোলাপ

লুকানো আরাধ্য জাগবে অলসতার দুচোখ উপড়ে চিলকে দেবো খেতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close