শাহীন ভূঁঞা

  ১০ জুলাই, ২০২০

প্রকৃতি ও সভ্যতা

বৃক্ষরা ঠাঁই খোঁজে অসীম শূন্যতার বুকে মাথা রেখে

সবুজ পাতা বেণি সেজে গল্প করে আকাশের সাথে।

রিক্ততা জানে না বৃক্ষ; পল্লব-পুষ্প গড়া তার স্বভাব

বৃক্ষ যদি বৃক্ষ হয়, বিশুদ্ধ কণা আঁকে বিনীত বাতাস

উদ্যান?

আগে তো সবুজ ছিল; এখন ছায়াও নেইÑ শূন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close