সাইয়্যিদ মঞ্জু

  ১০ জুলাই, ২০২০

উদ্বাস্তুকাল

মরুর তৃষ্ণা স্পর্শ করে আছে বুক

দূর থেকে বয়ে আসা কোনো এক জলধারা

কলতানে লিখে যায় পিপাসার দীর্ঘায়ু।

নির্ঘুম চোখ আঁকে রাতের মানচিত্র

নিশাচর ডেকে যায় খুউব কাছাকাছি

কোন সে পাখির ডানাÑ

ভারে তুলে আনে পরমাদরের নরোম ভিটে মাটি।

অঝোরে নহর, বিম্বিত এ আঁধারÑ

অগোচরে বহমান অমুদ্রিত বর্ণের চোখ

সাক্ষী থেকো যামিনী

কতটা শূন্য বিরান, দুঃসহÑ এই উদ্বাস্তুকাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close