মাহফুজুর রহমান সৌরভ

  ১০ জুলাই, ২০২০

বৃক্ষ এবং উত্তরসূরি বীজ

ধ্যানিপাখির ঠোঁট বেয়ে নেমে আসে

বৃক্ষবন্দনা চিরহরিৎ বনভূমি

মনোজৈবিক পরম্পরায়

খুঁজেছিলাম দীর্ঘ খরদাহে

সবুজ ছায়াদের খড়কুটো পাখির ওম

গাছেদের বিমূর্ত সব ক্ষতচিহ্ন খোঁড়লে

পাখিদের পাখনায় ঢেকে আছে

বৃক্ষ আর মরমী মাটির ইতিহাস

বহুকাল আগে গাছেদের প্রাণ কথা শুনেছিলাম

জন্মমুখী বীজের পোয়াতি শরীর ছুঁয়ে

জেগে উঠে পাখিদের শীষ অহংকার।

সবুজ শিল্পময় বৃক্ষদের সূর্যালোকে

খুঁজেছি বৃক্ষ ফসিলের উত্তরসূরি বীজের

ছায়াকুঞ্জ মানব বসতির সবুজ স্বপ্নময় পৃথিবী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close