সবুজ আহমেদ

  ২৬ জুন, ২০২০

মানুষের মন পাথুরে প্রবাল

জন্মভূমি যেন আজ ভস্মভূমি, অনাচারে ভরা অনাবৃষ্টি খরা

মানুষের মন মিলেমিশে হয়েছে পাথুরে প্রবাল

দূরে হতে দাঁড়িয়ে দেখে ধূসর সন্ধ্যা, দেখে না ক্ষত

সেবার মানসিকতা এখন ধীরে শিকারি ঈগল।

এগিয়ে আসে না কেউ, ডাক্তার ব্যস্ত পকেট ভারির দিকে

সেবিকার খোঁয়াড়ঘর ছোঁ চোখ শুধু উপটোকন খোঁজে

এই যে সবুজ সমুদ্রের লালমাটিতে মরে আছে কাঁকড়ার ঝাঁক

দেখে না ডুমো মাছিদের মতো আছড়ে আহত জলের গজল

পেখম মেলে না ময়ূর, ক্লান্ত বনের পাখিরা গায়না গান

রাত্রি ধুঁকছে জোছনার অভাবে, না আছে জোনাক পোকার আলোদান

আশা উড়ছে ধনুকের মতো বেঁকে, নির্লিপ্ত চোখ দেখছে বাতাসের বিপরীতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close