সানাউল্লাহ সাগর

  ১৯ জুন, ২০২০

জাদুগ্রাম

পায়ের কাছে মুখ নিয়ে কথা বলি রোজ

পথের গীতি মুখে নিয়ে পা নির্বাক তাকিয়ে থাকে;

চারদিকে ঔষধের ঘ্রাণ আর বিশ্বাসহীনতার গল্পÑ

যেন কোথাও কোনো স্তম্ভ নেই তোমার মতো,

জমা নেই কোনো মায়ের কান্না রঙিন কিংবা সাদাকালো।

জাদুগ্রাম থেকে ফিরে গেছো তুমি,

আড়ালে চুম্বক মাথা

চুপচাপ দেখছিÑ

কিভাবে মন্থর শোরগোলে হারিয়ে যায় পৌষালী লেনদেন।

সমস্ত বাকি রয়ে গেছে আমাদেরÑ

পিঠাপিঠি জলসার মুখোমুখি বসে আছি

তোমার মুখে আটকে আছে পৃথিবী;

যেন তুমি কাঁদলেই ভেসে যাবে সম্ভ্রান্ত শিক্ষা,

আর তুমি হাসলে বেঁচে যাবে দিকভ্রান্ত পথ!

তুমি হেসে ওঠোÑ পরিচিত ভঙ্গিমায়,

সকল দূরত্ব কমিয়ে আমরা আবার আবিষ্কৃত হবো;

একে অপরের ভগ্নাংশে

জটিল ছন্দজ্ঞানে

এবং জ্ঞানহীন কাঁটাতারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close