কাজী মোহিনী ইসলাম

  ১৯ জুন, ২০২০

ধ্রুপদী পিপাসা

অনাবিষ্কৃত অঙ্কুরের সম্ভাবনায় উষ্ণতার সমুদ্রে ভেসে চিরকাল

রক্তের উগ্রতম ঢেউয়ে ভেঙে সব নিটোল নিয়ম

কোন দিকে চলে গেলে ভালোবাসার অন্তর্বাসী চাঁদ

হৃদয় বৃত্তান্ত পাঠ করে ক্লান্তিহীন খুঁজি সেই অনার্য প্রাচীন;

ধ্রুপদী পিপাসায় অষ্টপ্রহর কাঁদে অধিকারহীন ভালোবাসা

হৃদয়ের আটলান্টিকে উঠে ঝড়, টাইফুন, সুনামির পর সুনামি

তুমুল ভূমিকম্পে দোলে অস্তিত্বময় সমস্ত পৃথিবী

তবু দিকভ্রান্ত নই আমি।

বিবেকের সহস্র সড়ক পেরিয়ে জীবন ও মৃত্যুর দুয়ারে রেখে দু’পা

অসীম আনন্দে যন্ত্রণার করুণ নির্যাসটুকু নিয়েছি নিজের করে।

কোথায় সে প্রেমের পুজারী, দেবে অমরতা অনন্তকালের

চোখের ভেতরে অরুন্ধতি বর্ষারাত, অগণিত রৌদ্র-দিন;

অচেনা আঁধারে দেবো জোছনা-শিশির

ফুলের নির্ভরতায় নেবে কি সে আলোর সপ্তর্ষী?

এ আমার হৃদয়ের মহাঐশর্য...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close