বীরেন মুখার্জী

  ১৯ জুন, ২০২০

পাললিক দিন সম্বল করেছি

অভ্যাসে বিদীর্ণ, আকণ্ঠ ডুবে আছি সংকেতসমেত; হায়! আয়নার ভেতর তবুও মনপোড়া কিছু জিজ্ঞাসা অবিরাম নাচে, স্থগিত কিছু স্পন্দনও ধেয়ে আসে রজঃস্বলা সন্ধ্যা সঙ্গী করে পুনরায়...

অলৌকিক, তোমার চোখের ভেতর জ্যৈষ্ঠের জোড়াহাঁস, পালকে তুমুল একাকিত্ব, উচ্ছ্বাসেও বরাভয়; কোথায় তোমার আসমানÑ একান্তে ওড়ার?

এই অবেলায় ক্ষয়ে যাওয়া কয়েকটি পাললিক দিন সম্বল করেছিÑ নেবে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close