মাহী ফ্লোরা

  ০৫ জুন, ২০২০

পৃথিবীর অসুখে

পৃথিবীর এক ভীষণ অসুখে হাতের থেকে হাত সরে যায়। পায়ের থেকে পথ। শেকড় থেকে বাড়তে থাকে পাতার দূরত্ব। পাতা থেকে পাখির। শরীর থেকে শরীর যেমন, চোখ থেকে আঁখির।

দূরবর্তী যেসব গাছ নিঃশ্বাস দেয় অথবা ঠিক রাখে ভারসাম্য, এসবের মধ্যেই এক দিন বুঝতে পারি তেমনই মানুষ মানুষের কাম্য। এ দূরত্বে একমাত্র কাঙালপনা কাছে থাকার। প্রশ্বাসে, ছায়ায়, ফুলে ফলে মানুষের প্রয়োজন মানুষ, বইতে দেওয়া প্রবাহিত হৃদয়ের ভার।

জানো, দূরত্বে থাকা সূর্য যেমন কোনো কোনোি দন জ্বলতে জ্বলতে পুড়তে থাকা উনুন, অধৈর্য হয়ে ওঠা ঠোঁটের প্রয়োজন আগুন, ঠিক তেমনই আগুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close