ইলা লিপি

  ২০ মার্চ, ২০২০

ডেথ স্টোরি

ধুর,

এইসব বিষাদের তাম্রলিপিতে কার মুখের ছবি আঁকব

এক লাফে সটাং জাদুঘরে গিয়ে ফিরে এসেছি

ওখানে নিঃসঙ্গ চড়–ই নেই

বসন্তের ঝিরিঝিরি বাতাস নেই

মৃতের জমিনে দীর্ঘদিনের চিত্রকর

কী সব হিজিবিজি নোট রেখে দিয়েছে

হাত উল্টে হরিণ দেখি

যাবতীয় স্মৃতি রোমন্থন করতে করতে

আমাকেই ইতিহাস ভেবে বসে আছে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close