মাহফুজ রিপন

  ২০ মার্চ, ২০২০

মধ্যরাতের সুরবালা

মাঝরাতের পাখিরা উড়ে যায় দূর আকাশে

বাল্যবন্ধুর মতো শুভ্র জোছনা

চিনিয়ে দেয় ঘরে ফেরার পথ।

বাতাসে ভর করে জলকাদার ঘ্রাণ

নদীতে জলের প্রসূন আজ

তৃষ্ণায় বুক ফেটে যায়

হায়রে গন্ধকুসুম।

বহমান নদীর দিকে তাকাই জল ঝরার শব্দে সুরবালার ঘুম ভাঙে।

আমার গোপন পাপগুলো শুষে নেয় মধ্যরাতের জলধারা।

মাটির শরীর হেঁটে যায় পুবের দিক

আদি শয্যা শ্মশানঘাটে পুড়তে থাকে সাধের শরীর।

গহিন অঙ্গারে ক্রোধের জ্বালা জ্বলে।

সুরবালার মাঝরাতের কান্নায়Ñ

ভোজবাতির মতো ঝিনুকের মুখ খুলে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close