ফারহানা খানম

  ২০ মার্চ, ২০২০

হিসেব মেলে না কখনো

বিকভল ফুরোতেই নিভন্ত আলো ছুঁয়ে ছুঁয়ে

দিন ফুরিয়ে যায়

একেকটা ঢেউ এসে তীরে ভাঙে

আমি হেঁটে যেতে যেতে সূর্যাস্ত দেখি

দেখি জলের বুকে আবির জড়ানো আঁধার

লবণ জল, অচিন হাওয়া সব মিলে একাকার

দূরত্বের তৃষ্ণা...

লোকারণ্য শহরে পড়ন্ত গোধূলি বাতাসের আর্তনাদ

অবয়বে বড় বেশি টানাপড়েন হিসেবের গরমিল

স্বাচ্ছন্দ্যের সাথে সময়ের হিসেব মেলেনি তোমারো

অথচ

আমার সমস্ত সময় বন্ধক রাখা আরণ্যক পাহাড়ে

আর গাঙচিলের বিহ্বল দৃষ্টিতে আঁকা উত্তর ফাল্গুনী...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close