জোবায়ের মিলন

  ২০ মার্চ, ২০২০

তুমি ফিরছো কত কত দিন পরে

তুমি ফিরছো তোমার চেনা রাস্তায়

মুদি দোকানে, চায়ের আড্ডায়, গল্পের উঠানে

জানা পরিসরে, কোলাহলে...

এর চেয়ে বড় সংবাদ আর কী হতে পারে, এই বসন্তে!

বৃক্ষের অরণ্যে, জল-স্থলের বায়ু বদলে

প্রকৃতি খোলস বদলায় সব বসন্তে

একই নিয়মে; এবার বসন্তটা অন্যরকম।

তুমি ফিরে আসছো

করতালির মতো শব্দ বাজছে পাতায় পাতায়

ডালে ডালে বাজছে তুখোড় তুড়ি।

এই শহরে পাখি নেই, অবশিষ্ট পাখির ঠোঁটে

বাজছে শিস, বাতাসে নাচের মুদ্রা তা-থৈ-তা-থৈ...

উদাল, কনকচাঁপা, কাঠগোলাপে

অনন্য সৌন্দর্য; পলাশে, শিমুলে, নাগলিংগমে

রঙের রঙিন দোল, পথিকের শিরায় শিরায় শিহরন

কত কত দিন পর তোমার আবির্ভাব, তোমারই ঘরে!

বসন্ত, এই বসন্তটা তাই শ্রেষ্ঠ বসন্ত

এই বসন্তে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close