ফখরুল হাসান

  ১৩ মার্চ, ২০২০

ঢাকার অদূরে অবনীপুর

বুকের পাঁজরে প্রেমের ঢেউগুলো মরামানুষের লাশের মতো ফুলে উঠে।

অবনীর রেখে যাওয়া সময় অন্তর ভেদ করে

জেগে ওঠে দীর্ঘশ্বাসের শেকড়।

অবহেলার সিঁড়ি ভেঙে বুকের ভেতর জেগে উঠে যে শহর, তার নাম অবনীপুর।

সে শহরে শুধুই বেচাকেনা হয় বার্তাবাহকের নীল খামভর্তি ঝরে পড়া অশ্রু।

অসমাপ্ত চাওয়া পাওয়াগুলো নীল ডায়েরির পাতাজুড়ে

এঁটো সম্পর্ক সমস্ত ঘরময় বিষাদের নগ্ন নৃত্য করে

নৃত্যের তাল থেকে ভেসে আসে ঝাঁজাল দুর্গন্ধ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close