ফারহানা ইলিয়াস তুলি

  ০৬ মার্চ, ২০২০

এখানে উপাসনা ছিল মাতৃগ্রহের মতো

এই যে পোড়ে যাওয়া ভূমিখ- দেখছ ঠিক এর

দশ হাত দূরেই মানুষ বসে উপাসনা করত।

কেউ দাঁড়িয়ে স্তরে স্তরে সাজাত তার প্রার্থনার

ভঙ্গিমা। কেউ দূরে দাঁড়িয়ে তাদের দেখত।

কেউ ভালোবেসে পাশে রেখে যেত গুচ্ছ গোলাপ।

সেখানে এখন মানুষের শবদেহ। সড়কে রক্তের

কালো দাগ। কী পাষাণ আকাশ আজ ঢেকে দিতে

চাইছে মানুষে মানুষে প্রেমের সকল মহিমা!

এখানে মা মা বলে খেলত শিশুরা!

যারা আজ ভীত, সন্ত্রস্ত, কাঁপছে ভয়ে। পিতাহীন

পথের পাশে দাঁড়িয়ে ভুলে যাচ্ছে নিজেদের নাম!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close