রানাকুমার সিংহ

  ২৮ ফেব্রুয়ারি, ২০২০

এই ফাগুনে

উদ্যানে গাছ নেই, পাখি নেই, ফড়িং-প্রজাপতিও নেই

ব্যাকুল একটি কুকুর কেবল ঘুরঘুর করে, ডাকে হঠাৎ হঠাৎ...

আমি সেই কুকুরের সঙ্গী, মরা উদ্যানে নীরবে হাঁটি আর

মনের ক্যানভাসে আঁকি লজ্জাবতীর ছবি

নদীতে জল নেই সেহেতু মাছ নেই, তরী নেই, তীর নেই

মৃতপ্রায় একটা কুমিরের সাক্ষাতে বলার কিছু থাকে না বলেই

আনমনে হাঁটি...

হৃদয়ে উচ্ছ্বাস নেই, তরঙ্গ নেই, আকাশ নেই!

এই ফাগুনে আমার কেবল বিরহ আছে, দখিনা বাতাসে বিরহের

সুর তোমার বাড়ি অবধি পৌঁছুয় কি না, জানি না

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close