মাহফুজুর রহমান সৌরভ

  ১৪ ফেব্রুয়ারি, ২০২০

ঈশ্বরের মন্ত্রপাঠ

উৎকণ্ঠায় ছিলাম শ্রমজীবী ভাবনায়

অবশেষে মৃত্যুর উপঢৌকন পাঠালে

রৌদ্রজ্জ্বল ঘামের সুঘ্রাণ চূর্ণপ্রাণে

ঈশ্বরের মন্ত্রপাঠ শেষে চলে যাও অন্ধপরিব্রাজক

এ তল্লাটে এখন অনুশোচনার পটভূমি;

ঝুলে আছে বিশুদ্ধ প্রাণ কথার অনিদ্রার সমীকরণ

পতনমুখোরিত দৈনন্দিন ঘুম কেড়ে নেয়

বিষণ বিরহে স্বপ্নাহত রঙিন ভোর ছুঁঁয়ে

প্রদর্শন হয় লাশের মিউজিয়াম

সুবর্ণ এই মুখোশ নগরে উত্তর পুরুষে...

হাইব্রিড নগ্ন উল্লাস

স্বপ্নতাড়িত এই লজ্জারাঙা মুখ!

মনোহরণে প্রলুব্ধ হই বেহুলা মন

ঈশ্বরও চেয়ে দেখেন নাগরিক স্কেনের এই শেষ দৃশ্য

বহুদিন প্রভুচ্ছাসে জেগে আছি

অন্ধকার ফসিল ছড়াবে

আমি দেখব সূর্যোদয়ের মুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close