চলন বিল থেকে চান্দার বিল

  ৩১ জানুয়ারি, ২০২০

মাহফুজ রিপন

দিগন্তরেখার কাছে সরপড়া সাদা কুয়াশা আমার শরীরে মাখিয়ে দাওÑ সদ্যফোটা আমের মুকুল যে সুঘ্রাণ ছড়াল তার মাঝেও হাহাকার আছে। চলন বিলের সবুজযাত্রা মৃত্যুর কথা মনে করে লাল রঙের কাছে গিয়ে দাঁড়ায়। ছোট নদী শুকিয়ে গেলে সফুরন নেছা পুত্রকে সাথে নিয়ে নৌকা ডোবায় আর ইজিবাইকের দিকে তাকিয়ে ইঞ্জিনের কথা ভাবতে ভাবতে সে চলে যায়- সান্তাহার থেকে শিয়ালদহ স্টেশন; যেখানে নিশিকান্তর সাথে তার প্রথম পরিচয়।

মৃত্যু নামক ভবের যাত্রা থেকে ফিরে এসো তেইশের জোড়া হাতে নাও বৈঠা। চলন বিলের দীর্ঘ সবুজ ধানখেত ভেদ করে সন্ধ্যার আলোতে নিজেকে রাঙাও। বাইচের নৌকায় চড়িয়ে তোমায় নিয়ে যাব শালবন বিহার; জন্মদিনের পরিধানে তুমি আমি বন থেরাপি নেব, হয়ে যাব প্রকৃতির সন্তান। হাওয়ার বেগে চলে যাব চলন বিল থেকে চান্দার বিল, ভূমিপুত্রের সাজে চলন সে যেন আজ আদমের লাহান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close