শাদা আপেল

  ৩১ জানুয়ারি, ২০২০

বীরেন মুখার্জী

শাদা আপেলের ভাবনায় বসে আছি, ঘাটে-

প্রকৃত প্রস্তাবে প্রত্যুষের নদী গতিশীল,

সহমরণের পাতা থেকে এইমাত্র ঝরে গেল যে সবুজ

সে-ও সময়ের সঙ্গে ঝুলে ছিল কিছুক্ষণ

জীবন মানেই ঝুলে থাকা, কাণ্ডে ও শাখায়;

ঝুলে আছি-

যতটা সম্ভব আলো তুলে নিচ্ছি বর্ণিল ফলকে;

আপেল গড়ানো কল্পদৃশ্যে-

মায়াময় নীরবতা ভেদ করে উঠে যাচ্ছে

আলোর সন্তান- অগণন সৌর আসমানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close