শাহীন ভূঁঞা

  ২৪ জানুয়ারি, ২০২০

কুয়াশার কবিতা

ঘাসের ডগায় চুমেÑ কুয়াশারা সকালবেলায়

উড়ে যায়Ñ মিশে যায় পউষের রোদ্দুরের সাথে;

শিউলির শুভ্রফুল ছোঁয়া নিয়ে চায় সে জড়াতে

কুয়াশার কোলাহলে; চুমু খেতে চায় কুয়াশায়;

আমের মুকুল কিছুÑ কুয়াশায় ঝরে পড়ে যায়

ঘাসের সবুজ বুকে কেউ এসে হাত ধরে হাতে

বসে না, হলুদ পাতা সারা দিন থাকে যে গড়াতে;

সূর্যের শরীর ডুবেÑ কুয়াশার ভেতরে হারায়।

ধোঁয়ার মতোন জেগে পউষের কুয়াশার জল

বাতাসে বাতাসে শুধু কথা কয়, ডানা মেলে ঘাসে;

পৃথিবীর কোনো পথে দেখি নাই এমন সজল

কুয়াশার স্বচ্ছ বিন্দু; সকালে আমার চারপাশে

ভেসে ওঠে, দিনশেষে সন্ধ্যা নামে; কুয়াশা কেবল

দিগন্ত ঝাপসা করে ফেলে যায় প্রশ্বাস, বাতাসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close