রানাকুমার সিংহ

  ২৪ জানুয়ারি, ২০২০

আঁধারে মিশে যেতে যেতে

মগ্ন দুপুর, বিষণœ বিকেল

এভাবেই চলে গেল পৌষÑ

কুয়াশায় স্মৃতি এঁকে

মুঠো মুঠো কথা নিয়ে

এগিয়েছি কেবল সন্ধের গৃহে...

সে গৃহে কেউ নেই, কেউ নেই!

কেউ নেই ভেবে হাত বাড়াতেই

রিনিঝিনি শব্দ...

আঁধারে মিশে যেতে যেতে

হৃদয়ে কাহিনি জমে

সে যেন আসে

বহু দিন পর এঁকে দেয়

ওষ্ঠে শীতল ছোঁয়া...

যে যায় সেও আসে

ভালোবাসে, ভালোবাসে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close