আমিনুল ইসলাম সেলিম

  ২৪ জানুয়ারি, ২০২০

পদাবলি

মায়াঘোর

তুমি আয়নাবতী। আমি বিম্বিত ছায়া ভেঙে সঙ্গোপনে নিজেকে লোকাই।

তুমি ভোরবেলা। আমি ঋজু হাওয়া গায়ে মেখে নিরন্তর হেঁটে আসি পথ।

তুমি গোল চাঁদ। আমি অদৃষ্টের ফুল ভেবে প্রতিরাতে কুড়াই জোছনা।

তুমি পরশপাথর। আমি এই পাথরকে ছুঁয়ে থাকি অন্তহীন ব্যাকুল আশায়।

তুমি আঁখিতারা। আমি এর জানালায় মন রেখে দেখি এই পৃথিবীর আলো।

তুমি মায়াঘোর। আমি তোমার সীমানা ছেড়ে কোথাও পারি না চলে যেতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close