আমি তার ঠিকানা জানি না

  ১৭ জানুয়ারি, ২০২০

কাউসার মাহমুদ

সে এক গভীর বিষণœতা আমার, জন্মের মতো আপন

সমতল মরুভূমিজুড়ে আহরিত অস্থির অস্ফুটে

মৃগনাভ ধুয়েমুছে কোথায় যে হারালো অপজাতÑ

আমি তার ঠিকানা জানি না।

যেন এক দুরূহ সকাল,

খঞ্জরে বাঁধা কুসুমিত রোদ বেয়ে যায়।

ইহুদি বণিকের পাছে,

সারে সারে বাঁধা কোন গণিকার দল!

এখানের কারো মুখ আমি চিনি

বর্ষার ভিজে যাওয়া কদম ফুলের মতোÑ

সহসাই নিস্তেজ গড়িয়ে পড়েছে আমার ওপরে

আমি তারে দিয়েছি কামনার ‘সন্ধ্যা আরতি।’

সে এক গণিকা ছিল, ভীষণ মদের মতো বৈভব তার

আমি তারে দিয়াছি সকাল, সমূহ আকাল।

তবুও সে কাঁদেনি, কোনো দিন দুঃখ করেনিÑ

শুধু এক; জীবনের দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিল,

‘আমাদের দুঃখ সমান প্রবাল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close