মাহ ভাদর

  ১৭ জানুয়ারি, ২০২০

সোনালী চক্রবর্তী

বেদ সমকালে বর্ষ পেরিয়ে চলে। ইথারে অজস্র তরঙ্গ, বজ্রাঘাতে মৃত প্রাণটার খোলা চোখগুলো বোধহয় সেই আলোটাই খোঁজে যা চিঠি না পাঠিয়েই বিহ্বল করে, লগ্ন থাকে শুধু এক পরমাণু ক্ষণ। প্রতি আয়ুতে মাপা থাকে এক গোবশা জীবন। সেই পৃথিবীতে সূর্যোদয় নেই সূর্যাস্তও নেই, এমনই অদ্ভুত সবন। বুঝল যে সে যোগী। না বোঝার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মানুষটার জানা হয় না অমরত্বের নূপুর খুলে যে হারিয়ে গেছে তার সর্বনাম ঈশ্বরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close