কবিতার রসায়ন

  ১৭ জানুয়ারি, ২০২০

প্রণব মজুমদার

আমার কবিতা শুধু রসায়ন পড়ে

মৃত্যুকষ্ট দেখে চোখ ছলছল করে

অসহ্য যন্ত্রণায় জীবনের জন্য ওর আকুতির রাত

কবিতা কেন বন্ধ করেনি ওদের নির্মম কিছু হাত

কবিতার নেই সম্মান কিংবা পাসকোর্স

নিষ্পলক তাকিয়ে থাকে অনন্ত সীমানায়

পদাবলির কাছে আছে শুধু অসহায় শব্দাবলি

রোধে নেই বীর্য, দেখে আবরারের জীবন্ত বলি

কবিতা তুমি কি দিবে না শৌর্য, দ্রোহের মন্ত্র

যে বোধ মঙ্গলে মানবিক হবার দিবে পাঠ?

কবিতাও আজকাল আমার মতো বাকহীন

আমার কবিতা রসায়ন পড়ে মিনিট ঘণ্টা দিন!

দুষ্টের দমন শিষ্টের পালন কবে হবে হে পদাবলি?

কবিতার রসায়ন বন্ধ আয়োজন সন্ত্রাস দলাদলি!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close