ব্যর্থ পিতার কুণ্ডলী

  ২৭ ডিসেম্বর, ২০১৯

শিমুল জাবালি

মৃত্যু আসে আগুনে-ফাগুনে-শিশুর দিকে। যে শিশু খেলিত ধুলিতে-আহ্লাদে, সে শিশু মৃত্যু গুনে ফাগুনে। পাতায় পাতায় রটিয়ে দেয় মৃত্যুপ্রণালি। পিতা তার মৃগনাভীর সিংহাসনে- ক্যামন জানি করে!

হতে পারে সে শিশু পথশ্রান্ত-ক্লান্ত, সতত জাগ্রত, পৃথিবীর যাবতীয় ভার বহন করতে উদ্যত। তার শূন্য ভা- আছে- ভা-ের ভেতর জমা আছে আরো নপুংশক পিতা এবং পিতাদের প্রতি পুত্রদের ঘৃণা- পিতা-পুত্র সম্পর্ক খসে যাবার দৃশ্য।

সে এমনও হতে পারে, তার দেহ ভরা ঈশ্বরের চিহ্ন, তার রূপই ঈশ্বরের রূপ, তার দেহ ঈশ্বরেরই দেহ। মানবরূপে যার বিচরণÑ তার দেহ সয়ে নিতে চায় আলবৎ যন্ত্রণা। তাই সে সয়ে সয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close