শীতের অরণ্যে খুঁজি

  ২৭ ডিসেম্বর, ২০১৯

মনসুর হেলাল

নাগরিক চাতুরির প্রবল ঘূর্ণিতে দিকভ্রান্ত

অন্ধ পথিকের মতো শীতের অরণ্যে খুঁঁজি

সেই প্রিয় নাম।

পরাগায়নের মূর্ততায় যেমন নিবিড় হয়

বৃক্ষের উত্থান; কিংবা আপতিক মৌনতায়

যেভাবে সামিল হয় হরিৎ পত্রালি।

তেমনি আমিও; স্মৃতি-বিস্মৃতির ঝরে ক্লিষ্ট

শীতের অরণ্যে খুঁজি

নিরুদ্দিষ্ট অশ্বত্থের বিবর্ণ গাত্রে লেখা

সেই প্রিয় নাম।

বৃক্ষের আদল ভেবে হৃৎপিন্ড ছিন্ন করা

শাণিত চাবুক; খরতপ্ত তারুণ্যের উদভ্রান্ত প্রহরে

আজও খুঁজি তন্দ্রাহত সেই প্রিয় নাম

যে নাম পোড়াব আমি অলিক অনলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close