জাতির পিতার স্বপ্নগাথা

  ২৭ ডিসেম্বর, ২০১৯

ফরিদা নাসরীন

পিতা তোমার কণ্ঠে ছিল বজ্রকঠিন সুর

প্রতি চলায় ছিল তোমার প্রত্যাশা ভরপুর।

প্রতিবাদী কণ্ঠ নিয়ে চললে জীবনভর

রাজপথ আর কারাগারকে সঙ্গী করে ঘর।

বঙ্গমাতার ক্রমাগত শান্তি বিসর্জনে

তোমার চলা ব্রতী হলো জীবন সমর্পণে।

ব্যগ্রসম সাহস তোমায় অগ্রগামী করে

বিরামহীন তোমার গতি চলল জীবনভরে।

ষড়যন্ত্র নিপাত হলো প্রতিবাদের ঝড়ে

বন্দি তোমায় কেমন করে রাখবে কারাগারে?

ক্রমাগত চললে তুমি বাধা বিঘœ করে

হায়েনাবেশী শত্রু সকল পালিয়ে গেল দূরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close