না কথা

  ২৭ ডিসেম্বর, ২০১৯

শতাব্দী জাহিদ

কিছুই লিখছি না এখন, অস্তিত্বের ভয়ংকর বাজারে

নদীর বানে আসা বেওয়ারিশ স্যান্ডেলের ভাসমান মিথ

ঈশ^রের নিরাকার পায়ের মাপ

মাঝিবাড়ির ভেজা পাপোশের মেঘেদের বাড়ি

সমান্তরাল রেলের পথে বহুদূর হেঁটে যাওয়া বাউলের বাবরি চুল।

কিছুই লিখছি না এখন

মসজিদের দরজায় অপেক্ষারত বিশ^াসের ছায়া

তোমার ফিরে যাওয়া মুখের গাঢ় ডোরাকাটা বাঘের শরীর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close