কোনো এক শীতে

  ২৭ ডিসেম্বর, ২০১৯

সোহরাব পাশা

ভাঙা চাঁদ, বুঝিনি কার জন্যে

পরাণে মেঘের কুচি ছায়া ফেলে,

বেদনার ঘাসফড়িং ওড়ে

রাত্রির শিশির ভেজা কবরের নীল ঘাসে

কোনো কোনো দিন মাঝরাতে বাঁশঝাড়ে

জোছনার বৃষ্টি নামে, মেঘলা হাওয়ায়

কাঁপে পৃথিবীর প্রতœছায়া;

পুরোনো পথের পাশে বুনোফুল, কত অবহেলা

জোড়াতালি দেওয়া জীবনের ছেঁড়া গল্প

ওইসব পাঠে নিভে যায় সব আলো

ভুলে যাই নিজস্ব বাড়ির পথ জ্যামিতি ভূগোল,

কোনো এক শীতকালে কেউ কেউ ভুলে

ছিল পথ অন্ধ কুয়াশায়

আজও কি তারা খুঁজে ফেরে হারানো স্মৃতির ঘ্রাণ

কোথাও কি শোনে পরিত্যক্ত নগরের কোলাহল

শীত ভোরে আকাক্সক্ষার রোদে

খোলা জানালায় লাবণ্যের প্রিয় চোখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close