আজিজ ইবনে মুসলিম

  ২০ ডিসেম্বর, ২০১৯

প্রত্যাশা প্রত্যয়

(শেখ আহম্মেদ শ্রদ্ধাভাজনেষু)

বিজয়টা এসেছিল সোনালি প্রভাতে,

পৌষের হিমহিন্দোলে রক্তস্নাত হয়ে

অগণিত শহীদের প্রাণ অবক্ষয়ে,

মুক্তিকামী মানুষের শোণিত প্রঘাতে।

প্রত্যয়ে প্রত্যাশা ছিল সুখচিরায়ত,

কত যুগ হলো গত, বিজয়ে বিভোর

তবুও সরেনি সত্তা বেডৌল বেঘোর,

এখনো বৈধর্ম বেনে দেশে সুসংহত।

পেঁয়াজের প্রব্রাজনে অন্নব্যঞ্জনের

যে বৈদগধী কান্ডটা ঘটে গেল দেশে,

সাধারণ মানুষেরা কত কষ্ট ক্লেশে

খায়, এ দায়দায়িত্ব কি নিরঞ্জনের?

তটিনীর চালেচলে গো কষ্টেরা সাথে

তবুও নন্দিত প্রাণবিজয় প্রভাতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close