প্রণব মজুমদার

  ২০ ডিসেম্বর, ২০১৯

বিজয়ের সূর্য

আমিও সাম্যের কথা বলি

তোমাদের আনন্দে পথ চলি

হৃদয়ে গেঁথে থাকে ঘৃণা

নিষ্ঠুরতা হিংসা কাম ক্রোধ

নৃশংসতার নেই দ্রোহ

মৌনতায় সংক্রমিত হয়

অনাচার পাশবিকতা

হয় না বৃন্দ প্রতিরোধ

অষ্টপ্রহর প্রতীক্ষায়

স্বচ্ছ আকাশ নেই

ঢাকা পড়ে আছে তিমিরে

নিচে ঝলমল করে

বিজয়ের আলো

তবু আনন্দের গান গেয়ে যাই

তর্জনীর নির্দেশে পথচলা বিজয়

পঙ্কিল, তিমির প্রকোষ্ঠ ভাঙবে সব

সেদিনই হবে সম্মিলিত কলরব

মুক্তির গানে বিজয় উৎসব!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close